Wellcome To Our Website

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) এর মূল উদ্দেশ্য হল, - দরিদ্র সীমার নীচে বসবাসকারি ব্যক্তি যারা গৃহহীন বা কাঁচা অর্থাৎ মাটির বাড়িতে বসবাস করেন তাদের একটি পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সুবিধা প্রদান করা, যাতে করে একজন দরিদ্র ব্যক্তি পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০২২ সালের মধ্যে দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রত্যেক পরিবারকে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। SECC (Socio Economic Cast Census) তালিকা থেকে উপভোক্তা নির্বাচিত হন। প্রতিটি উপভোক্তাকে তাদের নিজের বাড়ি নিজে প্রস্তুত করার জন্য বর্তমানে তিনটি কিস্তিতে ১,২০,০০০/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা প্রদান করা হয়। প্রথম কিস্তিতে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা যার মাধ্যমে বাড়ির জানালা পর্যন্ত নির্মাণ, দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ, তৃতীয় এবং সর্বশেষ কিস্তিতে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা যার মাধ্যমে বাড়ির ছাদ ও জানালা, দরজা, প্লাস্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। নির্মিত গৃহটির এলাকার ন্যুনতন পরিমাপ ২৫ বর্গমিটার বা ২৭০ বর্গফুট হতে হবে। প্রতিটি কিস্তির অর্থ উপভোক্তার নিদিষ্ট ব্যাঙ্ক আযাকাউন্টে এফ.টি:ও. (Fund Transfer Order)-এর দ্বারা সরাসরি প্রদান করা হয়। প্রতিটি কিস্তির কাজ তদারকির জন্য সরকারী আদেশনামা অনুযায়ী পঞ্চায়েতের আধিকারিকগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। বাড়ির নির্মাণ কার্য শেষ হওয়ার পর উপভোক্তার নাম ও আর্থিক বৎসর উল্লেখ করে প্রকল্পটির নাম বাড়িটির দেওয়ালে লিপিবদ্ধ করা হয়।

 

পূর্ব বর্ধমান জেলা প্রশাসন প্রধানমন্ত্রী আবাস যোজনাকে সাফল্যের সাথে রূপায়ন করে চলেছে। কাজের তদারকি সহ কাজটি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন মহকুমা ভিত্তিক পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকবৃন্দকে নিয়ে বিভিন্ন সময়ে সভা করে থাকেন। এই জেলায় ২১৫ টি গ্রাম পঞ্চায়েতে স্থায়ী অপেক্ষমান তালিকা (পারমানেন্ট ওয়েট লিষ্ট) প্রস্তুত করা হয়েছে এবং এই তালিকা থেকে রাজ্য দ্বারা নির্ধারিত কোটা অনুসারে ২০১৬-১৭ আর্থিক বৎসরে ২৯,৩১৪ জন ও ২০১৭-১৮ আর্থিক বসের ৩২,৪৯০ জন ওবং ২০১৮-১৯ আর্থিক বৎসরে ৫০,১৮৫ জন অর্থাৎ উক্ত প্রকল্পটি প্রারস্তিক লগ্ন থেকে এখনো পর্যন্ত ১,১১,৯৮৯ জন উপভোক্তা নিজ বাড়ি নির্মানের জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত ১০৫,৩৬৬ জন (৯৪ শতাংশ) উপভোক্তা নিজ বাড়ি নির্মানের কার্য শেষ করে পাকা বাড়িতে বসবাস করার সুবিধা ও স্বাচ্ছন্য উপভোগ করছেন এবং বাকি ৬,৬২৩ জন (৬ শতাংশ) উপভোক্তারাও তাদের বাড়ি নির্মানের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। এম.জি.এন.আর.জি.এস প্রকল্পের তরফ থেকে মোট ৯০ দিনের মঞ্জুরী প্রদান করা হয়। সুতরাৎ, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এখানকার দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মানব জীবনের প্রায় সমস্ত সুবিধা প্রদান করতে বদ্ধপরিকর।

For Official Website

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY)

6663 - (Houses)

50185 - (Houses)

32538 - (Houses)

32876 - (Houses)

34836 - (Houses)

34837 - (Houses)

15287 - (Houses)

14653 - (Houses)

13030 - (Houses)

12907 - (Houses)

17219 - (Houses)

Financial Year:-



Public Grievance

Reload Image

SSL Certificate

burdwanzp.org © Purba Bardhaman Zilla Parishad. 2014-2023Disclaimer
Website Design and Developed by Sabmecto